১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

পাঁচ বছর পর আজ শুরু হচ্ছে ফোবানা সম্মেলন

দৈনিক দেশজনতা ডেস্ক:

দীর্ঘ পাঁচ বছর পর আটলান্টা ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে আজ শুরু হচ্ছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০১৮ সালের সম্মেলন। এবারের সম্মেলনের স্লোগান হচ্ছে ‘জর্জিয়া অন মাই মাইন্ড’।

এর আগে ১৯৯৯, ২০০৬ ও ২০১৩ সালে আটলান্টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার চতুর্থবারের মতো তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজক জর্জিয়ার ‘বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া’।

উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন এটি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৫:০৮ অপরাহ্ণ