স্পোর্টস ডেস্ক:
উলিসেস কস্তার ননামটি মনে আছে নিশ্চয়। ব্রাজিলিয়ান এই সংবাদিক বিশ্ব ফুটবলপ্রেমীদের কাছে নেইমারের তুলনায় খুব কম জনপ্রিয় নন! দুদুটি সফল ভবিষ্যদ্বানী করে ফুটবলপ্রেমীদের মনের মণিকোটায় ঠাই করে নিয়েছেন উলিসেস কস্তা। হয়ে উঠেছেন আস্থার প্রতীক। ব্রাজিল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন তিতে, ২০১৬ সালে এই সংবাদটি ব্রাজিলিয়ান তথা বিশ্ববাসীকে প্রথম দিয়েছিলেন এই উলিসেস কস্তাই। তবে জ্যোতিষী হিসেবে কস্তা বেশি নাম কামিয়েছেন গত গ্রীষ্মে। বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে যোগ দিচ্ছেন, এই সংবাদ প্রথম আলোয় আনেন তিনিই।
গত জুলাইয়ে তার সেই সংবাদের ভিত্তিতেই বার্সা ছেড়ে নেইমারের পিএসজিতে যোগদানের গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। শেষ পর্যন্ত সত্যিও হয় সেটাই। বার্সা ছেড়ে নেইমার ঠিকই রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে যোগ দেন পিএসজিতে। সেই নেইমারের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন যখন চরমে, তাতে যোগ দিলেন সেই উলিসেস কস্তাও। চলমান গুঞ্জনের সঙ্গে তাল মিলিয়ে ব্রাজিলের প্রতিথযশা এই সাংবাদিকও নিশ্চিত করে বললেন, পিএসজি ছেড়ে রিয়ালে যাচ্ছেন নেইমার।
তা পিএসজি ছেড়ে রিয়ালে কবে যোগ দিচ্ছেন নেইমার? কেউ বলছেন, আগামী গ্রীষ্মের কথা। কেউ বলছেন ২০১৯ সালের কথা। সর্বশেষ, গত বৃহস্পতিবার ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, আগামী গ্রীষ্মেই রিয়ালে যোগ দেবেন নেইমার। কস্তার দাবি, নেইমার রিয়ালে যোগ দেওয়ার ব্যবস্থা করে ফেলবেন আগামী মাসের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দ্বৈরথের পরই! ড্র ভাগ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতেই মুখোমুখি নেইমারের পিএসজি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম লেগ, ফিরতি লেগ ৬ মার্চ। কস্তা স্পষ্টই বললেন, চ্যাম্পিয়ন্স লিগের এই দ্বৈরথ শেষেই রিয়ালে যোগ দেওয়ার পাকা বন্দোবস্ত করে ফেলবেন নেইমার!
শুধু রিয়ালে যাওয়ার নিশ্চয়তাই নয়, রিয়ালে যাচ্ছেন ধরে নিয়ে নেইমারকে আগাম অভিনন্দনও জানিয়েছেন উলিসেস কস্তা! এই জ্যোতিষী সাংবাদিক স্পষ্ট করেই লিখেছেন, ‘নেইমার সত্যিই রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পরই রিয়াল মাদ্রিদে যাচ্ছে নেইমার এবং আবার স্পেনে খেলবে। নেইমারের প্রতি শুভ কামনা। আশা করি বিশ্বসেরা খেলোয়াড় হতে সে তার অবিশ্বাস্য পারফরম্যান্সটা ধরে রাখবে।’ বৃহস্পতিবার লেকিপের সংবাদটি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে পিএসজি কর্তাদের। একের পর এক বিবৃতির মাধ্যমে খবরটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। উলিসেস কস্তার এই ভবিষ্যদ্বানীর পর পিএসজি কর্তাদের টেনশন আরও বেড়েই যাওয়ার কথা।
দৈনিকদেশজনতা/ আই সি