স্পোর্টস ডেস্ক:
দুই সপ্তাহের পথ পেরিয়ে শেষের কাছে ত্রিদেশীয় সিরিজ। আজ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হয় দুপুর ১২টায়।
স্কোর: শ্রীলঙ্কা ১৫৩/৩ (৩৪ ওভারে)।
রুবেল হোসেনের বলে চার মেরে ফিফটি পূর্ণ করেছেন উপুল থারাঙ্গা। ৮৭ বলে ফিফটি করতে ৫টি চার মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এটি তার ক্যারিয়ারের ৩৭তম ওয়ানডে ফিফটি। তৃতীয় উইকেট জুটিতে উপুল থারাঙ্গার সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠতে যাওয়া নিরোশান ডিকভেলাকে ফিরিয়ে প্রতিরোধ ভেঙেছেন সাইফউদ্দিন। ফিফটি থেকে ৮ রান দূরে থাকা ডিকভেলাকে ফেরালে তৃতীয় উইকেটে তাদের ৭১ রানের জুটি ভেঙে যায়। ইনিংসের ২৪ তম ওভারের পঞ্চম বলে সাইফুদ্দিনের লেগ স্টাম্পের ওপরে শর্ট বল ডিকভেলার ব্যাটে লেগে ওপড়ে উঠে যায়। আর সাব্বির রহমান ছুটে এসে সেটি লুফে নিলে ব্যক্তিগত ৪২ রানে সাজঘরে ফেরেন ডিকভেলা।
শুরুর ধাক্কা সামলে শ্রীলঙ্কাকে টানছেন উপুল থারাঙ্গা ও নিরোশান ডিকভেলা। তৃতীয় উইকেট জুটিতে ইতিমধ্যেই ফিফটি ছাড়িয়ে এ জুটির রান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে দলীয় ২৩ ওভারের সময় দলীয় শতরান ছাড়িয়ে যায় শ্রীলঙ্কা। মাহমুদউল্লাহর ওভারের পঞ্চম বলে চার মেরে দলীয় শতরানের কোটা পার করে দেন লঙ্কান ব্যাটসম্যান ডিকভেলা।
১৫তম ওভারে মেহেদী হাসান মিরাজের বল নিরোশান ডিকভেলার প্যাডে লাগতেই জোরালো আবেদন করেন বাংলাদেশের খেলোয়াড়রা। আঙুল তুলে দেন আম্পায়ারও। ডিকভেলা চান রিভিউ। টিভি রিপ্লেতে দেখা যায়, বল ডিকভেলার প্যাডে আঘাত করার আগে ব্যাট ছুঁয়ে গেছে। ফলে পাল্টে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। বেঁচে যাওয়া ডিকভেলার রান ছিল তখন ২০।
মেহেদী হাসানের করা আগের ওভারে তিনটি ছক্কা ও একটি চার মেরে বিধ্বংসী রুপ ধারণ করেছিলেন কুশল মেন্ডিস। পরের ওভারেই আক্রমণাত্মক এই ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। পুল করতে গিয়ে মিড অনে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়েছেন মেন্ডিস (৯ বলে ২৮)। শ্রীলঙ্কার স্কোর তখন ২ উইকেটে ৪২। আগের ওভারে দলকে সাফল্য এনে দিয়েছিলেন। কিন্তু নিজের পরের ওভারে মুক্তহস্তে রান দিলেন মেহেদী হাসান মিরাজ! ইনিংসের পঞ্চম এই ওভার থেকে এসেছে ২৪ রান। প্রথম চার বলে তিনটি ছক্কা ও একটি চার মারেন কুশল মেন্ডিস। শেষ দুই বল থেকে আসে দুটি সিঙ্গেল।
প্রাথমিক পর্বে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। মেহেদী হাসান মিরাজ সুযোগ পেয়েছেন ফাইনালে। কেন তাকে ফাইনালে নেওয়া হয়েছে, সেটা শুরুতেই দেখিয়ে দিলেন এই অফ স্পিনার। ইনিংসের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সফলতা এনে দিয়েছেন মিরাজ। তার ফুলার লেংথ ডেলিভারি উড়িয়ে মেরেছিলেন দানুস্কা গুনাথিলাকা। লং অফ থেকে দৌড়ে এসে দারুণ ক্যাচ নেন তামিম ইকবাল। ৬ রান করে ফেরেন গুনাথিলাকা। শ্রীলঙ্কার স্কোর তখন ১ উইকেটে ৮।
টস: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিনেশ চান্দিমাল। তার মানে আগে বোলিং করবে বাংলাদেশ।
দৈনিক দেশজনতা /এমএইচ