১১ই মার্চ, ২০২৫ ইং | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৪

আ’লীগ এখন ভাঙ্গা কলসি : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে আওয়ামীলীগ এখন এখন ভাঙ্গা কলসি। তারা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এখন ভাঙ্গা কলসির মতো বাঁজছে। আজ শনিবার সকালে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে যাওয়ার প্রাক্কালে তিনি সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ভূয়া, জাল নথিতে সাজানো মামলা। বিএনপির চেয়ার পারসনকে মানসিকভাবে হয়রানী করার জন্য এ মামলা করা হয়েছে। দেশে আইনের শাসন থাকলে এমন মামলা আদালতে টিকতো না। তারপরও আমরা রাজনৈতিক ও আইনীভাবে মামলাটি মোকাবেলা করবো।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ১:০৩ অপরাহ্ণ