স্পোর্টস ডেস্ক:
ক্রিজে এসেই তাণ্ডব চালাচ্ছিলেন কুশল মেন্ডিস। তার ব্যাটে প্রাথমিক ধাক্কা সামলে উঠছিল শ্রীলংকা। তবে বেশিক্ষণ দৌড়াতে পারলেন না তিনি। মাশরাফির শিকার হয়ে ফিরলেন বিপজ্জনক মেন্ডিস। শেষ খবর পর্যন্ত ৭.৫ ওভার শেষে ২ উইকেটে ৫২ রান করেছে শ্রীলংকা। উপুল থারাঙ্গা ১৬ ও নিরোশান ডিকভেলা ৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় শ্রীলংকা। তবে শুরুটা ভালো হয়নি তাদের। শুরুতেই মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন দানুশকা গুনাথিলাকা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। অফ ফর্মে থাকা এনামুল হক বিজয় ও নাসির হোসেন বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ। পরিবর্তন এসেছে পেস বোলিং অলরাউন্ডারের জায়গাতেও। শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচে আশাব্যঞ্জক পারফরম করতে পারেননি আবুল হাসান রাজু। তার জায়গায় ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফাইনালে লড়াইয়ে শ্রীলংকা দলে এসেছে একটি পরিবর্তন। লক্ষণ সান্দাকানের জায়গায় একাদশে ঢুকেছেন শেহান মাদুশানাকা
দৈনিকদেশজনতা/ আই সি