২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২৫

শীতে গলা ব্যথা কমাতে লবণ পানি

স্বাস্থ্য ডেস্ক:

ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি লবণ কতো কিছুতেই না ব্যবহার করা হয়ে থাকে। কিছু সংরক্ষণ করতে কিছু পরিষ্কার করতে ব্যবহার করা হত লবণ। এমনকি কেউ যদি ভয় পেয়ে গেলেও তাকে লবণ খাওয়ানো হতো। তাছাড়া ছোট খাটো ব্যাথা দূর করার জন্য লবণ ব্যবহার হয়ে থাকে। তেমনে শীতের সময়ে হালকা গলা ব্যাথা দূর করার জন্য লবণ পানি অনেক কাজ করে থাকে। তাহলে আসুন জেনে নেই। গলা ব্যাথা দূর করতে কীভাবে ব্যবহার করবেন লবণ পানি।

উপকরণ:

লবণ- ১/৪ চা চামচ

গরম পানি- ১ কাপ

ব্যবহারবিধি:

১ কাপ গরম পানির মধ্যে ১/৪ চা চামচ লবণ মিশিয়ে নিন।

দিনে ৩-৪ বার এই পানি দিয়ে কুলকুচা করলে গলার ফারিংগাল অঞ্চলের রক্ত চলাচল স্বাভাবিক হয়। এর ফলে ভেতরে জমে থাকা ঠাণ্ডা কফ বের হয়ে এসে গলা পরিস্কার করে ফেলে।

এছাড়া গলার ইনফেকশন অবস্থারও উন্নতি করে।

ফলে গলাব্যথা কিছুক্ষণের মধ্যেই নির্মূল হয়ে যায়।

শীতের হালকা গলা ব্যাথা, গলা খুসখুস, কফ জমা দূর করতে চাইলে গরম পানিতে লবণ দিয়ে ব্যাবহার করে দেখতে পারেন। এতে আপনি অনেকটা আরাম বোধ করবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ১২:০৭ অপরাহ্ণ