১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

মৌলভীবাজার ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর ইজতেমা মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শনিবার ফজরের নামাজের পর তাদের জানাযা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মৃত দুই মুসল্লি হলেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫)।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে ইজতেমা মাঠে শীতে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার দুইজনকেই মৃত্যু ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাদ ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। আজ শনিবার জোহরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ