১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ব্রিজের রেলিং ভেঙে একটি বাস নদীতে পড়ে যানটির ১৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ তিনজন। শুক্রবার গভীর রাতে পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রের গণপাতিপুলে থেকে পুণে যাচ্ছিল বাসটি। রাত পৌনে ১২টার দিকে পঞ্চগঙ্গা নদীর ওপরে থাকা ১৩০ বছরের পুরনো শিবাজি ব্রিজে ওঠার পর ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। এতে বাসটি ১০০ ফুট গভীরে পড়ে ঘটনাস্থলেই ১২জন নিহত এবং চারজন আহত হয়।

স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে আরও একজন মারা যায়। আহত অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ