আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে একান্তে সময় কাটানোর কথা অস্বীকার করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত নিকি হেইলি। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে সাংবাদিক মাইকেল উলফ দু’জনের এমন সম্পর্কের কথা দাবি করেছেন। ট্রাম্পকে নিয়ে তার লেখা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ এরই মধ্যে বিশ্বজুড়ে আলোচিত। ওই বইয়েও ট্রাম্পের সঙ্গে নিকি হেইলির এ ধরনের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন উলফ।
গত বছর প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদটিতে সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হেইলিকে বসান ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত নিকি হেইলি ২০১০ সালে রাজ্যটির গভর্নর নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৪ সালে সাউথ ক্যারোলাইনা থেকে প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করেন তিনি। উলফ দাবি করেন, প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প ও নিকি হেইলি যে একান্তে সময় কাটিয়েছেন তা তিনি নিশ্চিত।
প্রতিক্রিয়ায় নিকি হেইলি পলিটিকো সাময়িকীকে বলেছেন, ‘এটি পুরোপুরি ভিত্তিহীন, ভীষণ অবমাননাকর এবং ন্যক্কারজনক।’ তিনি বলেন, ‘এটা সত্য যে আমি এয়ারফোর্স ওয়ানে ছিলাম একবার এবং এটাও সত্য যে তখন আরও অনেকে সেখানে ছিল।’ নিকি হেইলি আরও বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে তার অনেক বিষয়েই কথা হয়। তার সঙ্গে (এক কামরায়) কখনো একা ছিলাম না আমি।’ পর্নস্টার থেকে শুরু করে হলিউড অভিনেত্রী- বহু নারীর সঙ্গে ট্রাম্পের বিশেষ সম্পর্কের অভিযোগ রয়েছে। এর মধ্যে নতুন করে যোগ হলো নিকি হেইলির নাম।
দৈনিকদেশজনতা/ আই সি