আন্তর্জাতিক ডেস্ক:
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ শারীরিক ও মানসিকভাবে ‘আশঙ্কাজনক’ অবস্থায় আছেন। সম্প্রতি তার শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষার পর এমনটাই দাবি করেছেন চিকিৎসকরা। তাদের ধারণা, লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে অনেকদিন ধরে অবরুদ্ধ থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। তবে ধর্ষণের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। অ্যাসাঞ্জের আশঙ্কা, তিনি সুইডেনে গেলে সুইডিশ সরকার তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রত্যর্পণ করবে। দ্য গার্ডিয়ান
দৈনিক দেশজনতা /এন আর