স্পোর্টস ডেস্ক:
আসন্ন রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মোকাবেলা করবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ ওয়ান্ডা মোট্রোপলিটানোতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এর মধ্য দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের নবনির্মিত এই মাঠে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আরো ঘোষণা দিয়েছে যে, ২০১৬ সাল থেকে অপরাজিত থাকা জুলেন লোপেতেগুর দলটি আগামী জুনে নিজেদের মাটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে আরো একটি প্রীতি ম্যাচ খেলবে। একই মাসে তারা রাশিয়ায় প্রীতি ম্যাচ খেলবে তিউনিশিয়ার বিপক্ষে।
সর্বশেষ ২০১০ সালে স্পেনের মোকাবেলা করেছিল আর্জেন্টিনা। ম্যাচে ৪-১ গোলে জয় লাভ করে ল্যাতিন আমেরিকার দেশটি। ওই বছরই বিশ্বকাপের শিরোপা লাভ করে স্পেন। ইতোমধ্যে আগামী ২৩ মার্চ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ফেডারেশন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাসেলডর্ফে।
উল্লেখ্য, ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপের মিশন শুরু করবে স্পেন। ১৫ জুন সুচিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বি’গ্রুপ থেকে অংশগ্রহণকারী দলটির পরবর্তী প্রতিপক্ষ যথাক্রমে মরোক্কো ও ইরান।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

