১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই

বিনোদন ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আনন্দবাজারের খবরে প্রকাশ, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে বাংলা চলচ্চিত্র জগৎ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শেষ হলো উত্তম অধ্যায়েরও।’

সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘দীর্ঘদিনের বন্ধুকে হারালাম। অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। এখন আমি কথা বলার অবস্থায় নেই।’

সোনার হরিণ, শুন বরনারী, উত্তরায়ণ, সূর্য্যশিখা, সবরমতী, মন নিয়ের মতো একাধিক ছবিতে তাঁকে উত্তম কুমারের বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা গেছে তাঁকে। সব মিলিয়ে ৩০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

তিনি ২০১১ সালে বঙ্গভূষণ উপাধি পান। ২০১৪ সালে বাংলা চলচ্চিত্রে অবদান রাখার জন্য ভারত সরকার সুপ্রিয়া দেবীকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ