১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

৯০তম অস্কার মনোনয়ন পেল যেসব ছবি

 বিনোদন ডেস্ক:

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে কুলীন পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে হয়ে গেল অস্কারের ৯০তম আসরের মনোনয়ন ঘোষণা। ২৪টি বিভাগে মনোনয়ন পাওয়াদের তালিকা প্রকাশ করার পরপরই নড়েচড়ে বসেন চলচ্চিত্রপ্রেমীরা। এবারের আসরে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে গিলারমো ডেল তোরোর চলচ্চিত্র ‘দ্য শেপ অব ওয়াটার’। এরপরই আট বিভাগে মনোনয়ন আছে ‘ডানকার্ক’। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি’ চলচ্চিত্রটি মনোনয়ন পেয়েছে সাতটি বিভাগে। এই তিনটি ছবিই পেয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন। বাকি মনোনয়ন কমবেশি ঘুরপাক খেয়েছে ‘কল মি বাই ইওর নেম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘গেট আউট’, ‘ফ্যান্টম থ্রেড’, ‘লেডি বার্ড’ ও ‘দ্য পোস্ট’ ছবিগুলোকে ঘিরে।

এক নজরে এবারের অস্কারে মনোনয়নপ্রাপ্ত ছবি : কল মি বাই ইয়োর নেম, ডার্কেস্ট আওয়ার, ডানকাক, গেট আউট, লেডি বার্ড, ফ্যান্টম থ্রেড, দ্য পোস্ট, দ্য শেপ অব ওয়াটার, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ১১:২৩ পূর্বাহ্ণ