১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

‘যেকোনো মূল্যে পাকিস্তান নিজের সার্বভৌমত্ব রক্ষা করবে’

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেছেন, যে কোনো মূল্যে তার দেশ নিজের সার্বভৌমত্ব রক্ষা করবে। এ জন্য যে কোনো পথ বেছে নিতে দ্বিধা করবে না। প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে চ্যালেঞ্জ মোকাবেলা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ৪৮তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে বৃহস্পতিবার পাকিস্তানের ঐতিহ্যবাহী ‘প্রাতঃরাশ’ অনুষ্ঠানে আব্বাসি বলেন, যদি আপনি হুমকির মুখে পড়েন তখন আপনার সার্বভৌমত্ব রক্ষার চেয়ে বড় কোনো কাজ আর নেই। এ সময় পাকিস্তান পিপলস পার্টি-পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টুইটবার্তা বিশ্বকে স্মরণ করিয়ে দেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ট্রাম্পের ওই বার্তায় সরেজমিনের বাস্তবতা প্রতিফলিত হয়নি।

পরমাণু অস্ত্রসংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের পাক প্রধানমন্ত্রী বলেন, তার দেশ আগে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু করেনি এবং পাকিস্তানের পরমাণু অস্ত্র শুধু প্রতিরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

ভারতের আগ্রাসী আচরণ মোকাবেলার ক্ষেত্রে পাকিস্তান কী করবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সম্প্রতি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মোকাবেলা করেছে পাকিস্তান। তিনি বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুসারে কাশ্মীর সমস্যার সমাধানের মধ্যেই ভারতের সঙ্গে চলমান সমস্যার সমাধান রয়েছে। তবে যদি আপনার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন আপনার উচিত হবে তা রক্ষার জন্য সব রকমের চেষ্টা করা।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ণ