২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

ইংল্যান্ডের ৮ রানেই ৫ উইকেট নেই

স্পোর্টস ডেস্ক: 

অ্যাশেজ হারের প্রতিশোধ ইতোমধ্যে নিয়ে নিয়েছে ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা।  শুক্রবার টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ৮ রানেই হারিয়ে ফেলেছে ৫ উইকেট। দুই অজি পেসার জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের তোপে এই দুরবস্থা ইংলিশদের। রিপোর্ট লেখার সময় ১৯ ওভার শেষ ৫ উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের সংগ্রহ ৪৮ রান।

হ্যাজলউড ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত দেন ইংলিশদের ব্যাটিং অর্ডারে। প্রথম ম্যাচে ১৮০ রানের বিশাল ইনিংস খেলা জেসন রয় ফিরে যান শূন্য রানে। দলের রানের খাতাও খোলেনি তখন। এর পরের দুই ওভার শান্তিতেই ছিল তার। অর্থাৎ, কোন উইকেটের পতন হয়নি। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৩ রানে অ্যালেক্স হেলসকে ফেরান কামিন্স। দলের সংগ্রহ তখন মাত্র ৪ রান। এক ওভার পরেই আরেক ওপেনার জনি বেয়ারেস্টোকে সাজঘরের পথ দেখিয়ে দেন হ্যাজলউড। ৯ বলে খেলেও কোন রান করতে পারেননি তিনি। ইংলিশদের রান তখনও ৪।

পরের ওভারেই আবার আঘাত কামিন্সের। দলীয় ৬ রানে তিনি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটকে ফিরিয়ে দেন। তিনিও ডাক মেরেছেন এদিন। আর দুই রান পরে শূন্য রানে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জস বাটলারও।

৮ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন অধিনায়ক ইয়ন মরগান ও মঈন আলি দুজন মিলে ষষ্ঠ উইকেটে ব্যাট করছেন।

হ্যাজলউড ৩টি ও কামিন্স ২টি উইকেট নিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ১০:৪৮ পূর্বাহ্ণ