১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০

রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সায়দাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম নামে এক ব্যবসায়ী নিহত হযেছেন বলে জানা গেছে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সায়দাবাদ রেললাইনের পাশের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিমের (৩৬) বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।
উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত ইব্রাহিম জানান, তিনি সায়দাবাদে বাস থেকে নেমে রেললাইনের পাশের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ছিনতাইকারী তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় দৌড়ে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালের সামনে এসে পড়ে যান ইব্রাহিম।
জানা গেছে, সেখানকার হাসপাতালের কর্মীরা তাকে প্রাথমিক চিকিত্সা দেয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভোর সোয়া ছয়টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ১০:১৭ পূর্বাহ্ণ