১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৬

দ. কোরিয়ায় হাসপাতালে আগুনে পুড়ে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণকোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩১ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিরং এলাকায় অবিস্থত সিজং হাসপাতালটিতে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

স্থনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় মিরংয়ে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৩৩ জন মারা গেছে এবং আরো ৭০ জন আহত হয়েছে। ওই বিভাগে প্রধানত বয়স্ক লোকদের পরিচর্যা করা হয়ে থাকে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। হাসপাতাল এবং এর পাশের একটি নার্সিং হোমের ভেতরে প্রায় ২০০ রোগী রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মিরং ফায়ার ডিপার্টমেন্টের প্রধান চোই ম্যান-ওউ বলেন, সিজং হাসপাতালের প্রথম তলায় জরুরি বিভাগের রুমে আগুন লাগে । তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হতে পারেনি তারা।  বিবিসি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ১০:১৪ পূর্বাহ্ণ