১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

জেরিনের স্বপ্নে সালমান

বিনোদন ডেস্ক:

বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। গেল কয়েক বছরের ধরে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তার সঙ্গে ছবি করা অভিনেত্রীদের কাছে স্বপ্নের মতো। আর যদি সেটা কোনো নায়িকার অভিষেক হয়, তবে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় না।
বলিউডে এমন অনেক নায়িকাকে অভিষেক করিয়েছেন সালমান। এদের মধ্যে রয়েছেন জেরিন খানও। এবার সালমানের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন খান বলেন, সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডে অভিষেক করা তার কাছে যেন স্বপ্নের মতো ছিল। আর তাই সালমান খান সব সময়ই তার খুব কাছের একজন মানুষ।
উল্লেখ্য, ‘বীর’ দিয়ে বলিউডে ডেবিউ করেন জেরিন। আর ঐ সিনেমায় তার বিপরীতে ছিলেন সালমান খান।
দৈনকদেশজনতা/ আই সি
প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ২:৩৮ অপরাহ্ণ