১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৬

সংগীত উৎসবে চার শিল্পী

বিনোদন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ প্রতিবছরই আয়োজন করে ‘সংগীত উৎসব’। এবারের আয়োজনটি হবে ২৬ ও ২৭ জানুয়ারি। উৎসবের বিষয় হিসেবে নির্বাচন করা হয়েছে ‘বাংলার গান’। উৎসব সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়— এ আয়োজনে থাকছে উচ্চাঙ্গ সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত ও যন্ত্রসংগীতের পরিবেশনা।

উৎসবে প্রথম দিন অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকছেন সুবীর নন্দী ও খুরশীদ আলম, দ্বিতীয় দিন রফিকুল আলম ও আবিদা সুলতানা। সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় দুদিনব্যাপী থাকছে বাংলা গান। আরো অংশ নেবে ত্রিশালের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সংগীত বিভাগ।

সংগীত পরিবেশনার পাশাপাশি ৯ দেশবরেণ্য গুণীজনকে সম্মাননা দেওয়া হবে। তারা হলেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী, রফিকুল আলম এবং আবিদা সুলতানা, গীতিকার কবি জাহিদুল হক, সুরকার সেলিম আশরাফ, গীতিকার ও সুরকার অনুপ ভট্টাচার্য, যন্ত্রশিল্পী ফিরোজ খান এবং মনিরুজ্জমান।

উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ২০১৬ সনের অনার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর প্রাঙ্গণে দুদিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ১:০৮ অপরাহ্ণ