১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

বরগুনায় ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে বরগুনার পুরাকাটা-আমতলী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রী ও গাড়ির শ্রমিকরা। এ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক যানবাহন রয়েছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশি।

তিনি জানান, ঘাট এলাকায় ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ১১:১১ পূর্বাহ্ণ