নিজস্ব প্রতিবেদক:
ঘন কুয়াশার কারণে বরগুনার পুরাকাটা-আমতলী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রী ও গাড়ির শ্রমিকরা। এ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক যানবাহন রয়েছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশি।
পুরাকাটা-আমতলীর ব্যবস্থাপক ওয়াসিম জানান, অতিরিক্ত কুয়াশায় ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি জানান, ঘাট এলাকায় ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।