১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

রাজধানীতে ছিনতাই চক্রের ৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে পরিবর্তন ডটকমকে জানিয়েছেন র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রবিউল ইসলাম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া মোবাইলসহ ছিনতাই করা বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ১১:১৯ পূর্বাহ্ণ