১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

দেশের সর্ববৃহৎ ইপিজেডের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক:

সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করল দেশের সবচেয়ে বড় রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল- বেপজা অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এক হাজার ১৫০ একর জমিতে এ প্রকল্প গড়ে উঠবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্প উদ্বোধন করেন। এ সময় তিনি স্থানীয় সাংসদ এবং গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে প্রকল্পের বিষয়ে কথা বলেন।

ভিডিও কনফারেন্সে বেপজার এই অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সেখানে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীকে বলেন, আমার আর কোনো কিছু দাবি নেই। আমার একটাই দাবি, শুধু আমার অঞ্চলের বেকার যুবকদের যেন কর্মসংস্থান হয় এখানে।

ভিডিও কনফারেন্সের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হলে গণপূর্তমন্ত্রী ফ্লোর নিয়ে বলেন, আমার চাকরিটা কই গেল, আমার চাকরি?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই চাকরি হবে। আমরা সমগ্র বাংলাদেশে ১০০টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, তার অর্থ হলো, প্রত্যেকটা এলাকায় যে অর্থনৈতিক অঞ্চল হবে, সে এলাকার ছেলে মেয়েরা অগ্রাধিকার পাবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীতে এক কোটি বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে ১০০টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সূত্র আরও জানায়, ১০০টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার লাখ লাখ সাধারণ মানুষের মধ্যেও অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। কারণ সংশ্লিষ্ট শিল্পাঞ্চলে কাঁচামাল সরবরাহ থেকে শুরু করে দোকান, মার্কেট, কাঁচাবাজার ও পরিবহনসহ বিভিন্ন সেক্টরে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ১১:০৯ পূর্বাহ্ণ