১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

বাবা হিসেবে লজ্জা হওয়া উচিত শাকিবের:অপু

বিনোদন ডেস্ক:

হায়দরাবাদ, ব্যাংকক আর অস্ট্রেলিয়ায় ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউডের নবাব শাকিব খান। রবিবার রাতে দেশে ফিরে সোমবার রাতেই আবার শুটিংয়ে অংশ নিতে উড়াল দেন অস্ট্রেলিয়ায়। প্রায় দেড় মাস পর ফিরলেন ঢাকাই এই সুপারস্টার।

শাকিব জানান দীর্ঘ দিন দূরে থাকায় কয়েক দিন ধরে বাচ্চাটার জন্য মনটা খুব কাঁদছিল তার। তাই তাড়াহুড়ো করে অল্প সময় নিয়ে জয়কে দেখতে এসেছিলেন। কিন্তু অনেকটা কষ্ট নিয়ে শাকিব বলেন, অপু বাচ্চাটাকে দেখতে দিল না আমাকে।

এই খবরে শাকিব ভক্তরা বেশ ক্ষোভ প্রকাশ করছেন অপুর নামে, সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে অপু বিশ্বাস জানালেন, ছেলেকে দেখতে চেয়ে তার সঙ্গে কোনো যোগাযোগই করেননি শাকিব। তিনি প্রশ্নবানে বিদ্ধ হয়ে অবশেষে সাংবাদিকদের বলেন, ‘আমার ফোন সর্বক্ষণ আমার সঙ্গেই ছিলো। শাকিবের কোনো কল এতে আসেনি। তার কোনো লোকও আমাকে কল দেয়নি। তবে কেন তিনি মিথ্যে কথা বলছেন যে আমি তাকে একবারের জন্যও বাচ্চার মুখ দেখতে দেইনি। আর যারা শাকিবের এসব যুক্তিহীন বক্তব্য ছাপছেন তারা কী একবারও মনে করেননি আমার সঙ্গে কথা বলে এই বক্তব্যের সত্যতা যাছাইয়ের প্রয়োজন ছিলো। আমি তো দেশেই রয়েছে, আমার নাম্বারটিও তাদের কাছে আছে।’

অপু আফসোস প্রকাশ করে বলেন, ‘ও কখন দেশে আসে কখন যায় কিছুই জানি না আমি। ছেলের সঙ্গেও দেখা করার চেষ্টা করে না। এতদিন পর এসে ছেলের পাশে একটু সময়ের জন্যও বসতে পারলো না, বাবা হিসেবে লজ্জা হওয়া উচিত ছিলো তার।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৭:৫৮ অপরাহ্ণ