১২ই এপ্রিল, ২০২৫ ইং | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:১২
ব্রেকিং নিউজ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত .

দৈনিক দেশজনতা ডেস্ক:

মালয়েশিয়ার নেগারি প্রদেশের সড়ক দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশিসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। রেমবাউ এলাকায় মঙ্গলবার ভোর চারটার দিকে একটি বাস ও লরির সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বাহিনী জানায়, একটি জরুরী ফোনে তারা বিষয়টি জানতে পারে এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের বাস থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের মধ্যে এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জোহর বারু থেকে কুয়ালালামপুরের সোলতান টার্মিনালের উদ্দেশ্যে যাওয়া বাসটিতে ৩০জন বাংলাদেশি ছিল বলে জানা যায়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৭:২৩ অপরাহ্ণ