১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

সেন্টমার্টিনে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক:

সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে পাচারকালে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশীদ।

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সদর দফতরের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ জানান, বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের দক্ষিণ পূর্ব পয়েন্ট দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের খবর পায় কোস্টগার্ড বাহিনী। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা নৌকাযোগে মিয়ানমার সীমান্তের দিকে পালানোর সময় সাগরে ভাসমান অবস্থায় ফেলে যায় ইয়াবার প্যাকেটগুলো।

পরবর্তীতে ইয়াবার প্যাকেটগুলো কোস্টগার্ড জব্দ করে। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৭:০১ অপরাহ্ণ