১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

ঢাবি’তে ২৬ জানুয়ারি ‘সংগীত উৎসব’ শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব’ শুরু হচ্ছে শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মূল প্রতিপাদ্য ‘বাংলা গান’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মলচত্ত্বরে উৎসবের উদ্বোধন করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবে পরিবেশিত হবে উচ্চাঙ্গ সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোক সংগীত, যন্ত্র সংগীত, আধুনিক ও চলচ্চিত্রের গান। দুইদিনব্যাপী উৎসবে এ ছাড়াও রয়েছে সংগীতে বৃক্তি প্রদান,পুরস্কার বিতরণ,নয়জন শিল্পী,গীতিকার ও যন্ত্রশিল্পীকে আজীবন সন্মাননা প্রদান।

উৎসবের কর্মসূচির বিষয়ে আরও জানান হয়, সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় দুই দিনব্যাপী পরিবেশিত হবে মুলধারার বাংলা গান।

উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ২০১৬ সনের অনার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ প্রদান করা হবে।

সংগীত বিভাগ থেকে নয়জন দেশবরেণ্য গুণীজনকে তাদের কর্মের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হবে। তারা হলেন- কণ্ঠশিল্পী সুবীর নন্দী, রফিকুল আলম এবং আবিদা সুলতানা, গীতিকার কবি জাহিদুল হক, সুরকার সেলিম আশরাফ, গীতিকার ও সুরকার অনুপ ভট্টাচার্য, যন্ত্র শিল্পী ফিরোজ খান এবং মনিরুজ্জমান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৬:৪৭ অপরাহ্ণ