২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৭

ওয়ালটন ফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ যুক্ত ওয়ালটন ফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাওয়া যাবে। ক্রয়কৃত নতুন ফোনে কোনো ত্রুটি দেখা দিলে ৩০ দিনের মধ্যে সেটি বদলে নতুন ফোন নেয়া যাবে। এই সুবিধা কেবলমাত্র ওয়ালটনের দেশে উৎপাদিত ফোনে মিলবে।  ওয়ালটনের মেড ইন বাংলাদেশ ট্যাগ যুক্ত তিনটি ফোন বাজারে ছেড়েছে। এগুলো হলো ‘প্রিমো এনএফ৩’, ‘প্রিমো ই৮আই’ এবং ‘ই৮এস’। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি সাশ্রয়ী মূল্যের এসব ফোন ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, বাংলাদেশে তৈরি তিনিটি মডেলের স্মার্টফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন ক্রয়ের ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে সাথে সাথে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। এছাড়াও, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারিতে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ ডিসেম্বর গাজীপুর সদরের একটি কমিউনিটি সেন্টারে ওয়ালটনের গাজীপুর জেলার রিটেইলারস এবং ঢাকা জোনের ডিস্ট্রিবিউটরদের নিয়ে দেশে তৈরি প্রথম স্মার্টফোনের মোড়ক উন্মোচন করে ওয়ালটন। আর এর মধ্য দিয়ে মোবাইল ফোন উৎপাদক হিসেবে যুক্ত হলো বাংলাদেশের নাম। দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যায় যেকোনো মডেলের ওয়ালটন স্মার্টফোন। রয়েছে ১২ মাসের কিস্তি সুবিধাও।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ