২৪শে জানুয়ারি, ২০২৬ ইং | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫০

তুর্কি বাহিনীর দখলে আফরিনের কয়েকটি গ্রাম

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার আফরিনের কয়েকটি গ্রাম দখলে নিয়েছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শানকাল, কুরনে, বালি ও মানলি গ্রাম তুরস্কের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, অন্তত দু’টি গ্রামে তুর্কি ও কুর্দি বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। আফরিন অভিযানে এ পর্যন্ত তুরস্কের একজন সৈন্য নিহত হয়েছে বলে তুর্কি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

গত শনিবার থেকে তুরস্ক সিরিয়ার আফরিন এলাকায় অভিযান শুরু করেছে। আঙ্কারা বলছে, মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-কে নির্মূল করতে এ অভিযান চালানো হচ্ছে। কারণ ওয়াইপিজি তুরস্কের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। তুরস্ক ওয়াইপিজি-কে দেশটির নিষিদ্ধঘোষিত সংগঠন পিকেকে’র সিরিয় শাখা বলে গণ্য করে। সিরিয়ার সরকারের দৃষ্টিতেও ওয়াইপিজি একটি রাষ্ট্রদ্রোহী গোষ্ঠী। তবে সরকারের অনুমতি না নিয়ে সিরিয়ার অভ্যন্তরে চলমান তুর্কি সেনা অভিযানকে আগ্রাসন হিসেবে ঘোষণা করেছেন বাশার আসাদ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ২:৫০ অপরাহ্ণ