আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে আরো এক হাজার সেনা পাঠানোর কথা ভাবছে আমেরিকা। আগামী বসন্তে এ সব সেনা দেশটিতে পাঠানো হতে পারে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়েছে এ সংক্রান্ত নির্দেশে এখনো সই করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাটিস। তবে তালেবানকে মোকাবেলা করার জন্য দেশটিতে মার্কিন সেনা সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেয়া হয়েছে। আফগানিস্তানে সেনা বাড়ানোর তৎপরতাকে সমর্থন করেছে মার্কিন সেনাবাহিনী।
এতে বসন্তকালে দেশটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে ১৫ হাজারে পৌঁছাবে বলে জানানো হয়েছে। অবশ্য আফগানিস্তানে নতুন সেনা পাঠানো হলে আগে পাঠানো অনেক মার্কিন সেনা নিজ দেশে ফিরে আসবে।
দৈনিকদেশজনতা/ আই সি