২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

শতরানের জুটি গড়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুটি ম্যাচ জেতায় ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। ফাইনালে উঠতে এই ম্যাচ জিততেই হবে জিম্বাবুয়েকে। সেই লক্ষ্যে দারুণ শুরু করেছিল গ্রায়েম ক্রেমারের দল। তৃতীয় ওভারের প্রথম বলেই বাংলাদেশের ওপেনার এনামুল হককে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিম্বাবুয়ে পেসার কাইল জার্ভিস। কিন্তু দ্বিতীয় উইকেটে শত রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তামিম ও সাকিব।

দলীয় ৬ রানে এনামুলকে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে তামিমকে সঙ্গে নিয়ে ১০৬ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান সাকিব ও তামিম। এ পথে ওয়ানডে ক্যারিয়ারে ৩৭তম ফিফটি তুলে নেন সাকিব। ৮০ বলে ৫১ রানের ইনিংস খেলে সিকান্দার রাজার বলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। সাকিবের সঙ্গে জুটি গড়ার পথে ওয়ানডেতে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তামিম। ৫০ রানে অপরাজিত তামিমের সঙ্গে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম (২*)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১১৬ রান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ–হাতি স্পিনে ভুগেছে জিম্বাবুয়ে। এ কারণে মোহাম্মদ সাইফউদ্দিনকে বসিয়ে দলে ফেরানো হয়েছে স্পিনার সানজামুল ইসলামকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশকেই এই ম্যাচে খেলাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ২:৩৯ অপরাহ্ণ