নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের মবশ্বির মিয়ার ছেলে ওয়াহিদুর রহমান (২২) ও টিভি হাসপাতাল এলাকার মৃত এরশাদ আলীর ছেলে ইউসুফ আলী (৪৮)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক মমিন উল্ল্যাহ জানান, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়াহিদুর রহমানকে ২৮ পিস ইয়াবা ও ইউসুফ আলীকে ৪৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।