১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

গাজীপুরে আগুনে পুড়ল বস্তির ৩০ ঘর

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী মরকুন পশ্চিমপাড়া এলাকায় সোমবার দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডে বস্তির ৩০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, রাত ২টার দিকে মরকুন পশ্চিমপাড়ার জিআরপি কলোনির বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে বস্তির ছোট ছোট ৩০টি ঘর পুড়ে গেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ১১:৫৫ পূর্বাহ্ণ