১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি নারীকে যৌন হয়রানি

দৈনিক দেশজনতা ডেস্ক:

কলকাতা থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে এক বাংলাদেশি নারীর ওপর যৌন হামলার অভিযোগ পাওয়া গেছে। মৈত্রী ট্রেনটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক বিএসএফ সদস্যের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। খবর বিবিসি বাংলা।

পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার সকালে কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস রওনা হয়। কিছুক্ষণ পরেই ওই নারী ট্রেনের টয়লেটে গিয়েছিলেন। ট্রেনটি তখন দমদম আর ব্যারাকপুরের মধ্যে ছিল। ওই সময়ই টয়লেটের ভেতরে ঢুকে ওই নারী যাত্রীর ওপর যৌন হামলা করেন এক বিএসএফ সদস্য।

ওই নারী যাত্রী তার আসনে ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানান। এরপর তারা বিষয়টি চলমান টিকিট পরীক্ষকের নজরে আনেন এবং সীমান্তবর্তী স্টেশন গেদে-তে পৌঁছানোর পরে এফআইআর দায়ের করেন।

পূর্ব রেলের মুখপাত্র রবি মহাপাত্র ওই ঘটনা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা। তিনি জানান, এক বিএসএফ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে স্টেশনের কাছে ঘটনা ঘটেছে, সেখানকার রেল পুলিশ তদন্ত শুরু করেছে। বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্ত অঞ্চলের এক সিনিয়র কর্মকর্তা জানান, এই গুরুতর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করেছেন। আগে মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে রেল সুরক্ষা বাহিনী এবং রেল পুলিশ ছিল। বর্তমানে ট্রেনটির গোটা যাত্রাপথেই নিরাপত্তার দায়িত্বে থাকে বিএসএফ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ১২:০১ অপরাহ্ণ