১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

নুসরাতের বোল্ড ছবির অ্যালবাম

বিনোদন ডেস্ক:

নুসরাত জাহান। ২০১১ সালে জিতের বিপরীতে যিনি সত্যি ‘জ্বালিয়ে পুড়িয়ে’ দিয়েছিলেন অগণিত পুরুষ হৃদয়। ঈর্ষায় জ্বলেছিল বহু নারীরাও। সেই নুসরাত খুব কম সময়েই টালিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নেন। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা। তারপর থেকেই একের পর এক খোকা ৪২০, খিলাড়ি, জামাই ৪২০, লাভ এক্সপ্রেস, ওয়ান, বলো দুগ্গা মাই কি, এমনই বহু বাণিজ্যিক ছবি উপহার দিয়েছেন ভক্তদের। পাশাপাশি রয়েছে হর হর ব্যোমকেশ, জুলফিকরের মতো ছবিও।

কিন্তু জানেন কি নিজের যোগ্যতাতেই এত প্রতিযোগিতার মধ্যেও জায়গা করে নিয়েছেন এই বং বিউটি নুসরাত। একটি বিউটি কনটেস্টে জয়ী হওয়ার পর শুরু হয় তার মডেলিং ক্যারিয়ার। কলকাতাতেই জন্ম নুসরাতের। আওয়ার লেডি কুইন অব দ্য মিশনস্ স্কুল থেকে পড়াশোনা করে ভবানীপুর কলেজ থেকে বি.কম পড়ালেখা করেন তিনি। আর তারপরই বিউটি কনটেস্ট- মডেলিং এবং ধীরে ধীরে ছবির দুনিয়ায় পদার্পণ। নুসরাতের ফ্যান ফলোয়িং যে কম নয় তা বলাই বাহুল্য। তার ভক্তদের জন্যই তুলে ধরা হল অভিনেত্রীর কিছু নজর কাড়া ছবি।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১২:১৯ অপরাহ্ণ