১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

নেইমারহীন ম্যাচে পিএসজির কষ্টের হার

স্পোর্টস ডেস্ক:

লিগ ওয়ানের ম্যাচে গত রাতে লায়নের বিপক্ষে হেরেছে পিএসজি। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি পিএসজি তারকা নেইমার। লায়ন ম্যাচটিতে জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচে স্বাগতিক ছিল লায়ন। লিগ ওয়ানে চলতি মৌমুমে পিএসজির এটি দ্বিতীয় হার। ২২তম রাউন্ড শেষে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে তারা। পিএসজি এখন পর্যন্ত ১৮ ম্যাচে জয় পেয়েছে, দুইটিতে ড্র করেছে ও দুইটিতে হেরেছে। অন্যদিকে, ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লায়ন। তারা এখন পর্যন্ত ১৪ ম্যাচে জয় পেয়েছে, ছয়টিতে ড্র করেছে ও দুইটিতে হেরেছে।

গত রাতের ম্যাচে শুরুতেই এগিয়ে গিয়েছিল লায়ন। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলটি করেছিলেন নাবিল ফেকির। বিরতিতে যাওয়ার আগে ম্যাচে সমতায় ফেরে পিএসজি। (৪৫+৩) মিনিটে গোলটি করেন লেভিন কুরজাওয়া। ৫৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির দানি আলভেজ। ম্যাচটি ১-১ সমতায় শেষ হতে চলেছিল। কিন্তু (৯০+৪) মিনিটে মেম্ফিস ডিপের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লায়ন। আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় পিএসজিকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ