১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

ব্যাংক পরীক্ষায় ডিজিটাল অনিয়ম

নিজস্ব প্রতিবেদক:

অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষায় ডিজিটাল অনিয়মের জন্য পাঁচ পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। শনিবার বিকেলে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে মোট ৬ হাজার ১২৮ জন প্রার্থী অংশ নেয়। এ সময় তিতুমীর কলেজ কেন্দ্র থেকে ২ জন ও তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে ৩ জনসহ মোট ৫ জনকে ডিজিটাল ডিভাইসসহ হাতেনাতে ধরা হয়।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান বলেন, ‘কয়েকজনকে ডিজিটাল ডিভাইসসহ ধরা হয়েছে। ওই পরীক্ষার আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ