১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’পেলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক:

ঐশ্বরিয়া রাই বচ্চনের মুকুটে নতুন পালক। ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’পেলেন নায়িকা। শনিবার তার হাতে এই পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রোববার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

যেসব নারীরা তাদের কর্মক্ষেত্রে মাইলস্টোন (সাফল্য) তৈরি করতে পেরেছেন, তারাই রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার পান। ১১২টি বিভিন্ন ক্ষেত্র থেকে পুরস্কার প্রাপকদের বেছে নেওয়া হয়। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হয়েছিলেন ঐশ্বরিয়া। সেই মাইলস্টোনের জন্য পুরস্কার পেয়েছেন।

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ধূসর রঙের শাড়িতে সেজেছিলেন ঐশ্বরিয়া। লাল টিপ, সঙ্গে মানানসই সিলভার গয়না। গোটা অনুষ্ঠানে লাইমলাইট (আলোচনার কেন্দ্রবিন্দু) ছিল তার দিকেই। ১৫ বছর ধরে নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে যান ঐশ্বরিয়া। সেখানেও তিনি এক অনন্য কৃতিত্ব রেখেছেন। এই সম্মানে ঐশ্বরিয়াকে অভিনন্দন জানিয়েছে বলিউড মহলের একটা বড় অংশ।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ