১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৫৭

রাজধানীতে অজ্ঞানপর্টির খপ্পরে খোয়া গেল ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত বাসে বেসরকারী প্রতিষ্ঠানের শাহজাহান মাহমুদ (৩৫) নামের এক কর্মকর্তা অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তার কাছ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তিনি মহাখালির “চিটাগং জেনিম মিলস লিমিটেডের” সিনিয়র একাউন্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনির আলম জানান, গুলশানের “মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা থেকে অফিসের টাকা তুলতে আজ বেলা ১২টার দিকে বের হয় শাহজাহান। এরপর বেলা দেড়টার দিকে তার মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন আলিফ বাস কাউন্টারে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ব্যাংক থেকে একটি মেসেজের মাধ্যমে আমরা জানতে পেরেছি, শাহজাহান ব্যাংক থেকে ৫ লাখ ২০ হাজার টাকা তুলেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় শাহজাহানকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে স্টোমাক ওয়াশ করা হয়েছে। এরপর তাকে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ৫:২৫ অপরাহ্ণ