২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৩৫

মেয়েদের সম্মতি ছাড়া শরীর স্পর্শ নয় : দিল্লি কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক:

‘পিঙ্ক’ সিনেমাটার কথা মনে আছে? যেখানে অমিতাভ বচ্চন কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন মেয়েদের অনুমতি ছাড়া তার গায়ে হাত দেয়া অপরাধের মধ্যেই পড়ে। সিনেমায় অমিতাভের সেই বক্তব্যকে বাস্তবে রূপ দিল দিল্লি কোর্ট।

‘মেয়েদের সম্মতি ছাড়া কেউ তাকে স্পর্শ করতে পারবে না’, জানিয়ে দিল আদালত। দিল্লি কোর্ট জানায়, মেয়েরা ক্রমাগত কিছু ‘লম্পট ও যৌন–বিকৃতকাম’ মানুষের লালসার শিকার হচ্ছে।

ন’বছরের শিশুকে যৌন হেনস্থা করার অভিযোগে রাম নামে এক অভিযুক্তকে পাঁচ বছরের সাজা ঘোষণা করার সময়ই দিল্লি আদালত এই মন্তব্য করে।

অতিরিক্ত নগর দায়রা বিচারক সীমা মাইনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছাপবি রামকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। ২০১৪ সালে অভিযুক্ত ন’বছরের শিশুকে উত্তর দিল্লির মুর্খাজি নগরে ভিড়ে ঠাসা রাস্তায় অশালীনভাবে স্পর্শ করে।

আদালত জানায়, নারীদের শরীর তার নিজের এবং তার ওপর একমাত্র অধিকার শুধুমাত্র নারীদেরই রয়েছে। সম্মতি ছাড়া নারীর শরীরে স্পর্শ করা মোটেও ঠিক নয়, কারণ যাইহোক না কেন।

আদালত আরও জানায়, নারীদের গোপনীয়তার অধিকার কখনই কোনও পুরুষ দ্বারা স্বীকৃতি লাভ করে না এবং নারীদেরকে ব্যবহার করে পুরুষরা তাদের অপ্রত্যাশিত ইচ্ছা–যৌন লালসা মেটানোর চিন্তাভাবনা দ্বিতীয়বারের জন্য মাথায় আনবে না।

আদালত অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, ‘এ ধরনের বিকৃতমনস্ক মানুষ মহিলাদের সঙ্গে সহবাস করতেই ভালবাসে। এমনকী তারা শিশুকন্যাদেরও রেহাই দেয় না।’

আদালত জানায়, অভিযুক্ত ছাবি রাম এরকমই একজন ‘যৌন বিকৃতকাম’ চরিত্রের মানু্ষ। তার প্রতি কোনও ধরনের উদার মানসিকতা দেখানোর প্রয়োজন নেই এবং তার সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হোক। যার মধ্যে ৫ হাজার টাকা আক্রান্ত শিশুকে দেয়া হবে।

এছাড়াও দিল্লি আদালত রাজ্যের প্রশাসনিক দপ্তরকে নির্দেশ দেয় আক্রান্ত শিশুকে ৫০ হাজার টাকা দেয়ার জন্য।

আদালত বলে, ‘সবদিক দিয়ে স্বাধীন, দ্রুত উন্নয়নশীল, প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে ভারতের মত দেশে এ ধরনের দৃশ্য দেখতে হচ্ছে। মহিলা নাগরিক তা তিনি প্রাপ্তবয়স্কই হোক আর শিশুই হোক, ক্রমাগত তারা কিছু বিকৃত মানসিক ব্যক্তিদের শিকার হচ্ছে। জনবহুল রাস্তাই হোক আর নির্জন স্থানই হোক, মেয়েরা প্রতিদিনই কোনও না কোনওভাবে যৌন লালসার শিকার হচ্ছে।’ -ভারতীয় আজকাল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ৫:১৬ অপরাহ্ণ