২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৭

জাতীয় নির্বাচন নিরপেক্ষ হলে ৮ ভাগ ভোটও পাবে না আ.লীগ : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ শতকরা ৮ ভাগ ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী, পাঠক পরিচয়পত্র বিতরণ এবং বই সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)’র নির্বাচনে ভরাডুবি জেনেই ভোট স্থগিত করিয়েছেন আওয়ামী লীগ। তারা সহজে উত্তর সিটি নির্বাচন দেবে না।
সংবিধানে যে ‘তত্বাবধায় সরকার’ বিধান ছিল তাহলে তারা পরিবর্তণ করলেন কেন এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, তৎকালীন বিচারপ্রতি খায়রুল হক বলেছিলেন যে, এই তত্বাবধায়ক সরকারের অধীনে আরো দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে। কই সেই কথা তো নেননি।
সহায়ক সরকারের রুপরেখা প্রসঙ্গে তিনি বলেন, যখন রাজনৈতিক সুবিধা হবে তখন আমরা সহায়ক সরকারের রুপরেখা দেবো।
সরকারের ৪ বছরের উন্নয়নের রোল মডেল প্রসঙ্গে তিনি বলেন, আপনারা উন্নয়ন উৎযাপন করেছেন। কিসের উন্নয়ন। এরশাদ সরকারও উন্নয়ন উদযাপন করেছিল তাকেও বিদায় নিতে হয়েছে। আজ যাকে স্বরণ করা হয় (শেখ মুজিব), তিনিও যখন স্বৈরাচারে পরিনত হয়েছেন, জনগনের মাঝে চাপিয়ে দিয়েছেন তখন জনগনও তাকে প্রত্যাখ্যান করেছে।
‘বিএনপি একটি অবোধ দল’ অর্থমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি অবোধ দল আর আপনি বোধ সম্পন্ন মানুষ। শেয়ারবাজারে হাজার কোটি টাকা লুট হলো আপনি বললেন ৪শ কোটি টাকা কোন টাকায় না। বেসিক ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুট হয়, আপনি বলেন, এটা কিছুই না। এটা আপনার খুব বোধের কাজ হয়েছে।’
দেশের জনগনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আজ আপনার অধিকার প্রতিষ্ঠা করতে, আপনার সন্তানকে বাঁচাতে, আপনাদেরকেউ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির দীপ্তি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ৬:২৭ অপরাহ্ণ