২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৩

যেভাবে হোয়াটসঅ্যাপে চলবে ইউটিউব

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপে কোনও ইউটিউব লিঙ্ক পাঠানো হলে গ্রাহককে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে ইউটিউব অ্যাপে তা দেখতে হতো। তবে এখন থেকে সেই ঝামেলা আর পোহাতে হবে না। আইওএস ডিভাইসে অ্যাপের মধ্যেই ইউটিউব ভিডিও দেখতে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ। আইওএস ডিভাইসের জন্য নতুন আপডেটে এবার হোয়াটসঅ্যাপেই ইউটিউব ভিডিও দেখা যাবে। সম্প্রতি হোয়াটস অ্যাপ সেটি আপডেট করেছে।

হোয়াটসঅ্যাপের মধ্যে একটি ভাসমান উইন্ডোতে ইউটিউব ভিডিওটি চালু হবে বলে জানানো হয়েছে। নতুন ফিচারটি পেতে আইওএস গ্রাহককে অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সংস্করণ ২.১৮.১১-তে আপডেট করার কথা জানানো হয়েছে। ইউজারকে পাঠানো ইউটিউব লিঙ্কে চাপলেই হোয়াটসঅ্যাপের মধ্যে ইউটিউব ভিডিও দেখা যাবে। আগে লিঙ্কে চাপলে ইউটিউব অ্যাপ চালু হতো।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ১:০৪ অপরাহ্ণ