বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
উচ্চমান সম্পন্ন এবং বিশ্বস্ত সূত্র থেকে সংবাদ নিয়ে তা প্রকাশের বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে ফেসবুক। এমনটাই জানালেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এজন্য ফেসবুক ব্যবহারকারীরা কী ধরনের সূত্র থেকে পাওয়া সংবাদ বিশ্বাস করেন তা জরিপ করে দেখতে চান তিনি।
এ ব্যাপারে জাকারবার্গ শুক্রবার তার নিজস্ব পেইজে লেখেন, আজকের দিনে এসে সারাবিশ্বে বিশৃঙ্খলতা, ভুল তথ্য এবং মেরুকরণ দেখা যাচ্ছে। আগের যে কোনো মাধ্যমের তুলনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে তথ্য ছড়িয়ে দেওয়া যায়। তবে যে সমস্যাগুলো আছে এ ক্ষেত্রে, তা সমাধান করা সম্ভব না হলে সম্ভাবনা থিতিয়ে আসবে।
এসময় তিনি আরও বলেন, ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে, কোন ধরনের উৎস থেকে পাওয়া তথ্য তারা বিশ্বাসযোগ্য বলে মনে করেন। এজন্য জরিপ চালানো হবে। জরিপের ফলাফল প্রকাশ করা না হলেও ফলাফলের ভিত্তিতে ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে সংবাদগুলো দেখানোর তারতম্য ঘটবে বলেও জানান তিনি।
দৈনিকদেশজনতা/ আই সি