নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজব্রত পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। রোববার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি জানান, এদের মধ্যে ৭ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ পাবেন। মন্ত্রী বলেন, ‘বরাবরের মত এবারো ৫০ শতাংশ হজযাত্রী বহন করবে বাংলাদেশ বিমান। বাকি হজযাত্রী বহন করবে সৌদি এয়ার লাইন্স।’
তিনি বলেন, ‘এ বছর সৌদি সরকার সব ধরনের ক্রয় ও সেবার ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে। এটি ১ জানুয়ারি ২০১৮ সাল থেকে কার্যকর হয়েছে। ফলে আবাসন, খাদ্য ও পরিবহনের ওপর এর প্রভাব পড়বে।’
তবে বাংলাদেশি হজযাত্রীদের ওপর যাতে এই আর্থিক প্রভাব না পড়ে, সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় সচেষ্ট থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। হজ এজেন্সির উদ্দেশে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘সৌদি সরকার এবার নিরাপত্তা প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে। ফলে হজ এজেন্সিসহ সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকবে হবে।’ এ সময় তিনি বলেন, গতবার যেসব বাংলাদেশি হজ এজেন্সি অনিয়ম করেছিল, তাদের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিকদেশজনতা/ আই সি