১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক:

আগের ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ১২ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। টস হেরে সেবার ব্যাটিং পেয়েছিল জিম্বাবুয়ে। রোববার ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয়বারের দেখায় টস জিতল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কাকে তারা আগে বোলিং করতে পাঠিয়েছে। ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।

ফাইনালের আশা টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার এ ম্যাচে জয়টা খুব জরুরী। চন্ডিকা হাথুরুসিংহের দলের জন্য সমীকরণটা বেশ কঠিন। শেষ দুটি ম্যাচেই জিততে হবে। পাশাপাশি হিসেব করতে হবে বোনাস পয়েন্টেরও। জিততে হবে জিম্বাবুয়েরও। তবে হারলেও আরও একটা সুযোগ পাবে তারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ তারা খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ১২:১০ অপরাহ্ণ