২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

আজ হারলেই হাথুরুর শ্রীলংকার বিদায়

স্পোর্টস ডেস্ক:

রকেট ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে শ্রীলংকা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টা। সেখান থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করে জিম্বাবুয়ে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ক্রেমার বাহিনী। শ্রীলংকাকে হারিয়ে প্রতিযোগিতায় টিকে যায় তারা। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের কাছে শোচনীয় হারে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার শংকায় পড়ে লংকানরা। তাই এ ম্যাচটি বাঁচামরার হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। হারলেই বিদায় নিতে হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের! এমন ম্যাচেনিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে দলে পাচ্ছে না শ্রীলংকা। জিম্বাবুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নামতে পারেননি। শিগগির তাকে দেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। দুই ম্যাচ জিতে বোনাস পয়েন্ট নিয়ে এরই মধ্যে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। এক ম্যাচ জিতে সেই স্বপ্ন জিইয়ে রেখেছে জিম্বাবুয়ে। এখন ফাইনালে উঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিম্বাবুইয়ানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই ‘৯৬ বিশ্ব চ্যাম্পিয়নদের।
শ্রীলংকা সম্ভাব্য একাদশ : কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), থিসারা পেরেরা, আসেলা গুনারতে, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), লক্ষণ সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া, সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদ্বীপ।
জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ : হ্যামলিটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ অরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), তেন্ডাই চাতারা, কাইল জারভিস ও ব্লেসিং মুজারাবানি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ১২:১৬ অপরাহ্ণ