১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

পাবনার সাঁথিয়ায় ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলে আটক

পাবনা প্রতিবেদক:
সাঁথিয়ায় ৪ কেজি গাঁজা ও ৫২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। তারা হলো- ইউনুস (৬০) ও তার ছেলে সোবহান।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা চরপাইকরহাটি গ্রামের মৃত তাছের মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী ইউনুস মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় ইউনুসের ঘর থেকে গাঁজা ও ৫২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।
সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম জানান, ইউনুস পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তার ছেলে সোবহান সহযোগী হিসেবে ছিল। পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশ মোতাবেক সাঁথিয়াকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তাদের শনিবার পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৫:৪৮ অপরাহ্ণ