নিজস্ব প্রতিবেদক :
নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা)। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের সংগঠনের নেতারা এ দাবি জানান।
তারা পলিথিন শপিং ব্যাগ ও টিস্যু ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে আইন কঠোভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ ও ঠোংগা ইত্যাদি সহজলভ্য করা ও এগুলো ব্যবহারে জনগণকে উদ্ধুদ্ধ করতে সরকারের কাছে দাবি জানান তারা।
পরিবেশ আন্দোলনের নেতারা টিস্যু ব্যাগ তৈরির কাঁচামাল আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
মানববন্ধনে পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান, সহ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, সহ সাধারণ সম্পাদক মো. সেলিম, প্রকল্প কর্মকর্তা তানভীর মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর