২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২৯

পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ও দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতেরা হলেন, মো. আলামিন (৩০) ও জসিম উদ্দিন (২৮)। এদের মধ্যে আলামিন চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীনগর গ্রামের বাসিন্দা। আর জসিম উদ্দিনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোহাপুর গ্রামে। তারা দু’জনই উত্তরা আজমপুর সংলগ্ন মেম্বার বাড়ি এলাকায় থাকতেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি বনানীতে নবনির্মিত পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন নির্মাণ শ্রমিক আলামিন ও জসিম উদ্দিন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ৮:৩১ অপরাহ্ণ