১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

লালপুরে গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন- রাফী

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সামাজিক সংগঠন এডুকেশন ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে ও প্রাকীর্তি ফাউন্ডেশনের সহযোগীতায় দ্বিতীয়বারের মতো শুক্রবার (১৯ জানুয়ারী) দিনব্যাপী গণিত অলিম্পিয়াড প্রতিযোগীতার আয়োজন করা হয়। লালপুর শ্রীসুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ২৩০ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হন নর্থ বেঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুবতাসির ফুয়াদ রাফী। প্রথম রানার আপ হন লালপুর শ্রীসুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আল বান্না এবং দ্বিতীয় রানার আপ হন মোহরকয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ আহমেদ। এছাড়াও চতুর্থ গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, পঞ্চম ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইবনে মাসুদ, ৬ষ্ঠ নর্থবেঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা মন্ডল, সপ্তম করিমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লতিফুর রহমান বাঁধন, অষ্টম দাইড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, নবম নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণীর শিক্ষার্থী এবং দশম স্থান অধিকার করেন লালপুর শ্রীসুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আলিফ হোসাইন। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে লালপুর শ্রীসুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়াও প্রতিযোগীতায় অংশগ্রহনকারী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর প্রথম স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ৮:২৪ অপরাহ্ণ