১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৭

রংপুর বিভাগের আট জেলায় ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন এসএসসি পরীক্ষার্থী

মো: গোলাম আযম সরকার,রংপুর:

রংপুর বিভাগের আট জেলার ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবেন দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে। এরমধ্যে ছাত্র সংখ্যা বেশী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর হোসেন সাংবাদিকদের জানান, রংপুর বিভাগের আট জেলার ৫৪ টি উপজেলার ২ হাজার ৬১৪ টি কলেজের ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে নিয়মিত ১ লাখ ৬৪ হাজার ৬২ জন, অনিয়মিত ২২ হাজার ৪৭৩ জন এবং মান উন্নয়ন ৩২৫ জন পরীক্ষার্থী রয়েছেন। এরমধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৩৬ জন এবং ছাত্রী ৯১ হাজার ২৪ জন। এছাড়াও এবার বিজ্ঞান বিভাগে ৮৪ হাজার ৬৫ জন, মানবিকে ৯৫ হাজার ৫৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৫ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী অংশ নিবেন। বিভাগের ২৬০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠানের জন্য কেন্দ্র ভিত্তিক ভিজিলেন্স টিম ছাড়াও উচ্চ পর্যায়ের মনিটরিং গঠন করা হয়েছে। পরীক্ষা উপলক্ষে বিভাগের সকল কোচিং সেন্টার তিনদিন আগে থেকে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ৮:১৮ অপরাহ্ণ